সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যেহেতু আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম পোষ্ট তাই আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের খুবই সাধারন কিছু বিষয় সম্পর্কে জানবো । আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছেঃ এইচএসসি আইসিটি (HSC ICT) বিষয়ের মানবন্টন, পাঠ্যবই এবং অধ্যায় পরিচিতি ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বিষয়-কোডঃ ২৭৫
মানবন্টনঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি মূলত ১০০ নম্বরে পরীক্ষা হয় । অন্যান্য বিষয়ের মত এখানে ১ম পত্র, ২য় পত্র নেই । অর্থাৎ একাদশ এবং দ্বাদশ দুই বছরে আমরা মাত্র ১টা বই ই পড়বো ।
১০০ নম্বরের মধ্যে-
=> বহুনির্বাচনী (MCQ) প্রশ্ন থাকে ২৫টি, ২৫টির ই উত্তর দিতে হবে । কোন বিকল্প প্রশ্ন থাকবে না । প্রতিটি প্রশ্নের মান থাকবে ১ করে ।
=> সৃজনশীল প্রশ্ন থাকবে মোট ৮টি । ৮টি থেকে ৫টির উত্তর দিতে হবে । প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান থাকবে ১০ করে ।
=> ব্যবহারিক থাকবে মোট ২৫ নম্বরের ।
পাঠ্যবইঃ
২০২০-২০২১ শিক্ষাবর্ষের পূর্বে এইচএসসি আইসিটির (HSC ICT) বোর্ড কর্তৃক কোন পাঠ্যবই নির্ধারণ করা ছিলো না । কিন্তু ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এসে বোর্ড কর্তৃক একটি পাঠ্যবই নির্ধারণ করা হয়েছে । বইটির ছবি নিচে দেওয়া হলোঃ
বোর্ড বই ছাড়াও লাইব্রেরীতে বিভিন্ন লেখকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই পাওয়া যায় । সবগুলো টপিক ভালোভাবে বোঝার জন্য এবং পরীক্ষায় ভালো করার জন্য বোর্ড বইয়ের পাশাপাশি বিভিন্ন লেখকের বই অনুসরণ করতে হবে ।
অধ্যায় পরিচিতিঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ে মোট ৬টি অধ্যায় আছে । একাদশ এবং দ্বাদশ শ্রেণি, এই দুই বছরের জন্য বইয়ের ৬টি অধ্যায় সিলেবাসে অন্তর্ভুক্ত করা আছে । যেহেতু দুই বছরের জন্য ৬টি অধ্যায় সিলেবাসে অন্তর্ভুক্ত করা, তাই একটু মনোযোগ সহকারে বুঝে পড়লেই আইসিটি বিষয়ে ভালো করা খুবই সহজ ।
- প্রথম অধ্যায় (Chapter 1): তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
- দ্বিতীয় অধ্যায় (Chapter 2): কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
- তৃতীয় অধ্যায় (Chapter 3)
১ম অংশ: সংখ্যা পদ্ধতি (Chapter 3, Part 1)
২য় অংশ: ডিজিটাল ডিভাইস (Chapter 3, Part 2)
- চতুর্থ অধ্যায় (Chapter 4): ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML
- পঞ্চম অধ্যায় (Chapter 5): প্রোগ্রামিং ভাষা
- ষষ্ট অধ্যায় (Chapter 6): ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম